কলকাতা ব্যুরো: সেস বাবদ পাওয়া ৪৭ হাজার কোটি টাকা কেন্দ্র ব্যয় করেছে অন্য খাতে। সিএজির এই রিপোর্ট সামনে আসার পরই বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, জিএসটি আইন লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে জিএসটি বাবদ প্রাপ্য ক্ষতিপূরণ না দিয়ে কেন্দ্র টাকা অন্যখাতে ব্যয় করেছে।
বিগত কয়েক মাস ধরেই তাদের জিএসটি ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা না পাওয়ায় চরম ক্ষুব্ধ রাজ্যগুলি। বিষয়টি আলোচনায় এসেছিলো অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বৈঠকেও। এনিয়ে একাধিকবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। তাঁর সাফ কথা,কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলির ব্যাপক খরচ বেড়েছে। এই অবস্থায় কেন্দ্র রাজ্যগুলিকে তাদের প্রাপ্য অর্থ না দিলে রাজ্যগুলিরই বা চলবে কি করে ?