এক নজরে

#Model Suicide : ফের শহরে উঠতি মডেলের ঝুলন্ত দেহ!

By admin

July 17, 2022

কলকাতা ব্যুরো: দিনকয়েক আগেই বাঁশদ্রোণীতে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের এই এলাকার এক বহুতল থেকে উদ্ধার হলো উনিশ বছরের তরুণীর ঝুলন্ত দেহ (Model Suicide)। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানার উল্টোদিকের এক বহুতলে।

জানা গিয়েছে, মাসছয়েক আগে ওই বহুতলের একতলায় ভাড়া নিয়ে থাকতে শুরু করেন পূজা সরকার নামে এক তরুণী। পূজার আসল বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। বছর উনিশের পূজার দেহ উদ্ধার (Model Suicide) হতেই নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। প্রায়শই রাতে ফ্ল্যাটের থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যেত। পুলিশ ওই ফ্ল্যাটের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা ১৯ বছরের পূজা সরকার গোবরডাঙা হিন্দু কলেজে পড়ার পাশাপাশি, মডেলিংও করতেন। ফ্ল্যাট মালিকের দাবি, মাসছয়েক আগে এক বন্ধুর সঙ্গে মিলে বাঁশদ্রোণীর ওই বহুতলের একতলার ফ্ল্যাট ভাড়া নেন পূজা। ঘটনার সময় ফ্ল্যাটে থাকলেও মডেলের সঙ্গী কেন কিছু টের পেলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় ফ্ল্যাট মালিকের সঙ্গে স্থানীয়দের বক্তব্যে ফারাক রয়েছে।

জানা গিয়েছে, পূজা নামে ওই কিশোরী তাঁরই এই বান্ধবীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাতেও পূজা ও তাঁর বান্ধবী ফ্ল্যাটে ছিলেন। গল্প করছিলেন তাঁরা। পূজার বান্ধবীর বক্তব্য অনুসারে, সেসময় পূজার ফোনে তাঁর বয়ফ্রেন্ডের ফোন আসে। তখন তিনি ওই জায়গা থেকে উঠে যান।

বান্ধবীর কথায়, ফোনে পূজাকে চিৎকার করতে শুনেছিলেন তিনি। তারপর পূজা অনেক রাত পর্যন্ত মদ্যপান করেন বলেও জানান তাঁর বান্ধবী। রাতে দীর্ঘক্ষণ মদ্যপানের পর পূজা বসে ছিলেন। তাঁর বান্ধবী তাঁকে শুতে যাওয়ার কথা বললেও, তিনি তা শোনেননি। পরে পূজা নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। সকালে ঘুম থেকে ওঠার পর পূজার বান্ধবী তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পাওয়ায়, তিনি ঘরের জানালা দিয়ে দেখেন পূজাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে (Model Suicide)। পরে বাঁশদ্রোণী থানায় ফোন করে বিষয়টি জানান।

বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পূজার মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মঘাতী হয়েছে ওই তরুণী। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।