কলকাতা ব্যুরো: রাত পোহালেই সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ২০২০ সালের পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবার। পর্ষদের তরফে নেওয়া হয়েছে কড়়া পদক্ষেপ। মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে পর্ষদের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে বিষয়টি। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন, সোমবার থেকে দুপুরে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে বিভিন্ন জায়গায়।
এছাড়া রাজ্যের একাধিক ব্লকেও মাধ্যমিক পরীক্ষার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। আর সেই কারনেই অনলাইন পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সমস্ত পরীক্ষার সময়সূচী বিকেল ৫টার পরেই শুরু হওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এবার মাধ্যমিকে রাজ্যের কিছু এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার একাধিক ব্লকে নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা। এর মধ্যে রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং। পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৭-৯ মার্চ, ১১ এবং ১২ মার্চ, ১৪-১৬ মার্চ। তবে ফোনকল, এসএমএসের উপর কোনও নিষেধাজ্ঞা জারি থাকবে না।
এবার প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া এবার পরীক্ষায় বসার আবেদন করেছে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাস্ক পরে সবাইকে পরীক্ষা দিতে হবে। গতবছর পরীক্ষা না দিয়েও সবাই পাস করে গিয়েছে। কোভিড আবহ থাকলে এবারও তা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই অবস্থায় স্কুলের সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় বসার আবেদন করেছে। এই কারণে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে পর্ষদ।