এক নজরে

#RajThackeray: মসজিদে মাইক বাজানো বন্ধ করতে হবে

By admin

April 03, 2022

কলকাতা ব্যুরো: ইসলাম রীতি অনুসারে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে মাইক বাজানো বন্ধ করার দাবিতে সুর চড়ালেন এমএনএস সুপ্রিমো তথা প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তাঁর সাফ কথা, কারও প্রার্থনায় আমার আপত্তি নেই। কিন্তু মাইক বাজিয়ে নমাজ পড়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে বোম্বে হাইকোর্টে মাইক বন্ধের দাবিতে মামলা হয়েছে।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান শনিবার মারাঠি নববর্ষ উপলক্ষে শিবাজি পার্কের এক অনুষ্ঠানে রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন, মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারও প্রার্থনার বিরোধী নই। কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না। এরপরই রাজ ঠাকরের হুঁশিয়ারি, সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে, তাহলে এমএনএস কর্মীরা সব মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজাবে।
তবে এখানেই থামেননি রাজ ঠাকরে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানের অনুরোধ,মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাসি চালান। এসব জায়গায় পাকিস্তানি সমর্থক বাড়ছে। মুম্বই পুলিশ জানে এসব মাদ্রাসায় কী হয়। কিন্তু আমাদের বিধায়করা এদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে। এদের আধার কার্ডও থাকে না, বিধায়করা তৈরি করে দেয়।
মহারাষ্ট্রের শিব সেনা নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা করে যোগীর উত্তরপ্রদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ঠাকরে। রাজ ঠাকরের মন্তব্য, উত্তরপ্রদেশ উন্নতি করছে দেখে ভাল লাগছে। মহারাষ্ট্রেও আমরা একই উন্নয়ন দেখতে চাই। বালাসাহেব ঠাকরের ভাইপো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগামী দিনে হিন্দুত্বকেই প্রধান্য দিতে চান।

বস্তুত এদিন হিন্দুত্ব ইস্যুতে উদ্ধব ঠাকরের শিব সেনাকে টার্গেট করেন রাজ ঠাকরে। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে হাত মেলানোর পর শিব সেনা উগ্র হিন্দুত্ব থেকে অনেকটাই সরে এসেছে। সেনার সেই উগ্র হিন্দুত্ববাদী ভোটারদের এবার টার্গেট করছেন রাজ ঠাকরে। আগামী দিনে বিজেপির সঙ্গে হাত মেলানোরও ইঙ্গিত মিলেছে তাঁর কথায়।