কলকাতা ব্যুরো: অস্ত্রোপচার হলো কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বর্তমানে সম্পূর্ণ বিপন্মুক্ত তিনি। তবে আপাতত ১০ দিন কথা বলতে পারবেন না মদন। জানা গিয়েছে, শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বিধায়ককে।
মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির কালারফুল বয় মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে জানিয়েছিলন। জানান, তাঁর গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করলে অদ্ভুত আওয়াজ হচ্ছে। এরপরই চিকিৎসকরা তাঁর পরীক্ষা নিরীক্ষা করেন। জানানো হয়েছিল, আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। সেই মতোই এদিন সকাল এগারোটা নাগাদ অস্ত্রোপচার হয় মদন মিত্রের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা অরুনাভ সেনগুপ্তের নেতৃত্বে এক চিকিৎসক দল মদন মিত্রের অস্ত্রোপচার করেন। অরুনাভবাবুর কথায়, প্রায় ৪৫ মিনিট অস্ত্রোপচার হয়েছে। ভোকাল কর্ডের ভিতরে দু’টি পলিপ ছিল। সেই দু’টি পলিপকে জল দিয়ে ফুলিয়ে মাইক্রো সার্জারি করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে শরীরের স্বার্থে অন্তত দশ দিন কথা বন্ধ রাখতে হবে। দ্রুত অবস্থা স্বাভাবিক হবে। স্বাভাবিক খাবার খেতে পারবেন।