এক নজরে

রানীগঞ্জে রাস্তার কাজের সূচনায় বিধায়ক

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যে ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরই অঙ্গ হিসেবে বেশকিছু রাস্তার সংস্কারের সুযোগ পেল আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার সেই উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ ব্লক, বল্লভপুর পঞ্চায়েতের জাতীয় সড়কের অন্তর্গত বক্তারনগর থেকে বক্তারনগর পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক ও এ ডি ডি এ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।

নারকেল ফাটিয়ে, ফিতে কেটে ওই রাস্তার কাজ শুরুর সূচনা করে তাপস বাবু জানান, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর আগেই এই রাস্তার কাজের সূচনা মুখ্যমন্ত্রীর একটা বড় উদ্যোগ। এই রাস্তা মেরামত করতে ২৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মিঠু খা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মমতা প্রসাদ ও সমাজকর্মী নির্মল পাল।