এক নজরে

মিশন গগনযানে ভারতীয় সেনার ৪ পাইলট

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো : ১০ ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় মহাকাশ যাত্রায় যাবার জন্য ভারতীয় সেনার ৪ পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন। ২০২২ সাল নাগাদ মহাকাশে পাড়ি দেবার কথা ভারতের প্রথম মহাকাশযান গগনযানের।

ভারতের এই প্রথম মানব মহাকাশযানে অংশ নেওয়া ভারতীয় নভোশ্চরদের জন্য বিশেষ স্পেস শুট তৈরির কাজ শুরু হয়েছে রাশিয়ায়। বর্তমানে সেখানেই প্রশিক্ষণ নিচ্ছেন ভারতীয় মহাকাশচারীরা। এর জন্য ইসরো ও হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের সঙ্গে চুক্তি করেছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রস কসমস এর আওতাধীন গ্লাভ কসমস। স্পেস শুট তৈরির পাশাপাশি, প্রত্যেকের নির্দিষ্ট মাপ ও গঠন অনুযায়ী আসন ও বিছানাও তৈরি করা হবে।