কলকাতা ব্যুরো: অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলার মির্জাপুর টু সিনেমাটি নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। তিনি একই দাবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও চিঠি লিখেছেন।
২৩ অক্টোবর আমাজন প্রাইমে দেখানো শুরু হয়েছে মির্জাপুর টু ওয়েব সিরিজ। মির্জাপুর জেলা উত্তর প্রদেশের অন্তর্গত। মির্জাপুর লোকসভার আপনা দল সাংসদ অনুপ্রিয়ার অভিযোগ, এই ওয়েব সিরিজে মির্জাপুরকে একটি ভয়ঙ্কর অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই। এই সিরিজ মির্জাপুরের এতদিনের সঙ্ঘবদ্ধ থাকার যে ইতিহাস, তাকে লংঘন করেছে বলে অভিযোগ।
মির্জাপুর টু একটি একটি ওয়েব সিরিজ। যেখানে একটি পরিবাতের রাজনীতি, নির্বাচনকে কেন্দ্র করে ভয়ঙ্কর হয়ে ওঠার গল্প বলা হয়েছে। শ্বেতা ত্রিপাঠি শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফাইজাল, দিব্যেন্দু সমন্তর মত অভিনেতারা এই ওয়েব সিরিজে অভিনয় করছেন।