কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এখনো তেমন বৃষ্টির চাপ না হলেও, উত্তরবঙ্গে উল্টো ছবি। উত্তরবঙ্গে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ভাসছে বহু এলাকা। মিরিক লেক ও আশপাশের এলাকায় জল থইথই অবস্থা। পাহাড় সম্পর্কে অভিজ্ঞরা বলছেন, প্রবল বৃষ্টিতে ধসের ঘটনা পাহাড়ে স্বাভাবিক। কিন্তু এমনভাবে জল দাড়িয়ে যাওয়া অতীতে পাহাড়বাসী দেখেননি। তারা মনে করছেন, অপরিকল্পিতভাবে নির্মাণ কাজের জন্যই পাহাড়ের এই নতুন সমস্যা। তাদের আশঙ্কা, অপরিকল্পিত এবং বে-আইনি নির্মাণের জন্য আগামী দিনে পাহাড়েও বন্যা আরো বাড়বে। বাড়বে ধসের পরিমাণ।

এদিন প্রবল বৃষ্টিতে কার্শিয়াং এর বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। গত রাত থেকে এদিন বেলা নটা পর্যন্ত ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কার্শিয়াং এ। দুই নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় নেমেছে ধস। রাম্বি এলাকায় ব্রিজের উপর দিয়ে জল বইছে। যা এতদিন পাহাড়ের ক্ষেত্রে ছিল একেবারেই অচেনা। এই বৃষ্টিতে সেই বন্যা দেখে আগামী দিনে আরও বড় ক্ষতির আশঙ্কায় প্রমাদ গুনছে পাহাড়বাসী।

Share.
Leave A Reply

Exit mobile version