কলকাতা ব্যুরো: (ছবি সৌজন্যে- এ এন আই) প্রথম পর্যায়ে বিহারে ৭১ টি বিধানসভার নির্বাচন প্রক্রিয়া বুধবার সকাল থেকে শুরু হয়েছে। এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। করোনা আবহে এই প্রথম বিহারে নির্বাচন শুরু হয়েছে। ফলে যদি এই নির্বাচন সুস্থভাবে পার করা যায় তা হবে দেশের জন্য একটি উদাহরণ।
এদিন সকালেই বিহারের মন্ত্রী প্রেম কুমার ভোট দেওয়ার জন্য সাইকেল করে তার ভোটকেন্দ্রে যান। যা দেখতে তার সঙ্গে ছিলেন তার সর্মথকরা। গয়া বিধানসভা এলাকায় মন্ত্রী প্রেম কুমার এর বাড়ি।