%%sitename%%

এক নজরে

GangaSagar Tornedo: সাগরে আছড়ে পড়লো মিনি টর্নেডো

By admin

September 20, 2021

কলকাতা ব্যুরো: সাগরদ্বীপে কপিলমুনি মন্দিরের সামনে মিনি টর্নেডোর দাপট। মাত্র মিনিট দুয়েকের মধ্যে সরকারি কটেজ-সহ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান। যদিও অক্ষত রয়েছে কপিলমুনির মন্দির ৷

সোমবার এই ঝড়ের ফলে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা সাগরদ্বীপে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, রবিবার থেকে টানা বৃষ্টির জেরে এমনিতেই সাগরের বিভিন্ন এলাকা জলমগ্ন। সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে শুরু করে। আর এর মাঝেই সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সাগরের কপিলমুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার দ্বিতীয় রাস্তায় আচমকা টর্নেডো দেখতে পান স্থানীয়রা। ভয়ে রীতিমত দৌড় শুরু করেন তাঁরা। আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডো। রাস্তার ধারে সাগর পঞ্চায়েত সমিতির কটেজের মধ্যেও দাপিয়ে বেড়ায় টর্নেডো।

স্থানীয়রা জানিয়েছেন মাত্র দু’মিনিট স্থায়ী হলেও এই টর্নেডোর প্রভাবে সাগর পঞ্চায়েত সমিতির সাগর কটেজের একাধিক জায়গা ও অস্থায়ী চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। কিছু পর্যটক কটেজে আটকে পড়েছিলেন। তাঁদেরকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকানগুলিতে প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল পৌঁছে দেওয়া হয়।

এর আগে ইয়াসের সময় ভারী বৃষ্টি চলাকালীন সাগরদ্বীপে বঙ্গোপসাগরের উপরে একটি টর্নেডো দেখা গেলেও সেটি স্থলভাগে প্রবেশ করেনি। এবার সাগরে স্থলভাগেও আছড়ে পড়ল টর্নেডো।