কলকাতা ব্যুরো : ট্যাক্সি থেকে অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করায় গাড়ি থেকে নেমে ট্যাক্সি চালককে পুলিশের হাতে তুলে দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।

জিম থেকে বাড়ি ফেরার সময় সোমবার গভীর রাতে বালিগঞ্জ এলাকায় ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে পরে মিমির গাড়ি। সে সময় একটি ট্রাক তার গাড়িকে ওভারটেক করে। তখন তিনি দেখেন পাশে দাড়ানো একটি ট্যাক্সি থেকে চালক তাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। গাড়ি থেকে সঙ্গে সঙ্গে নেমে পড়েন মিমি। ট্যাক্সি চালককে টেনে নামান। ধমক দিয়ে বলেন তাকে পুলিশে দেওয়া হবে। এই সব দেখে রাস্তায় লোক জমে যায়।

মিমি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়। পুলিস আধঘন্টার মধ্যে ট্যাক্সি চালককে আটক করে বলে পুলিশ সূত্রে জানানো হয়। ওই চালকের নাম দেবা যাদব। বয়স ৩২ বছর। তাকে বাইপাসের ধরে আনন্দপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা রুজু করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version