কলকাতা ব্যুরো: বিহার নির্বাচনে তার দলের জয় জয়াকারের পর রাজ্যে পা দিয়েই ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন মিম নেতা আসাউদ্দিন ওয়া ইসি। রবিবার সকালে ফুরফুরা শরীফ গিয়ে পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকের সঙ্গে দেখা করেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিম নেতা আসাউদ্দিন। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, এ রাজ্যে আব্বাস সিদ্দিকীর সিদ্ধান্ত অনুযায়ী তারা চলবেন।
এদিন বৈঠক শেষে ওআইসি বলেন, এ রাজ্যে দল কাজ শুরু করে দিয়েছে। ফুরফুরা শরীফের আব্বাসউদ্দিন সিদ্দিকের নেতৃত্বেই আমরা এগিয়ে চলবো। আব্বাসউদ্দীন যে সিদ্ধান্ত নেবেন তাতেই পাশে থাকবে মিম।
গতবছর বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন দখলের পর মিমের নজর রয়েছে বাংলায়। এরাজ্যেও সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে ভোট কাটলে তাতে বিজেপির সুবিধা হবে বলে আগেই তার বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে হায়দ্রাবাদ থেকে সরাসরি উড়ে এসে ফুরফুরা শরীফে আসাউদ্দিন ওয়াইসির বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এরাজ্যে মিমের এখনো পর্যন্ত তেমন কোন জন ভিত্তি নেই। যদিও বিহার বিধানসভায় তুলনামূলকভাবে ভালো ফল করার ফলে এ রাজ্যের সংখ্যালঘু এলাকায় মিম একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে আলোচনা চলছে। অন্যদিকে মূলত দক্ষিণ ভারতের এই দলটি বাংলা রাজনীতিতে তেমন ভাবে কোনও প্রভাব ফেলতে পারবে না বলে দাবি রয়েছে অন্য পক্ষের। এই বিতর্কের মধ্যেই মিম প্রধানের ফুরফুরা শরীফের পীরজাদার কাছে নিজেদের সঁপে দেওয়ায় একটি বিষয় স্পষ্ট, আপাতত বাংলায় সংখ্যালঘুদের মধ্যে ভালো প্রভাব থাকা ফুরফুরা শরীফের হাত ধরেই এ রাজ্যে নিজেদের সংগঠনের বীজ বুনতে চাইছে ওয়াইসির দল।