এক নজরে

ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়কদের থেকে লক্ষাধিক টাকা উদ্ধার

By admin

July 31, 2022

কলকাতা ব্যুরো: হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় এবার কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের প্রশ্ন, কোথা থেকে এল লক্ষ লক্ষ নগদ টাকা? রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। হাওড়ার এই ঘটনার পিছনে বিজেপি-যোগের গন্ধ পাচ্ছেন বাংলার শাসকদলের নেতারা। কাঠগড়ায় তুলছেন রাজ্যের বিরোধী দলনেতাকেও।এদিনের সাংবাদিক সম্মেলনে কুণাল নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তোলেন। তিনি বলেন, হাওড়ায় উদ্ধার হওয়া এই টাকা ঝাড়খণ্ডের সরকার ফেলার কাজে ব্যবহার করা হচ্ছিল না তো? ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের পক্ষেও সওয়াল করেছেন কুণাল। একইসঙ্গে, এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের অবস্থানও জানতে চেয়েছেন তিনি।প্রসঙ্গত, মহারাষ্ট্রে সাম্প্রতিক পালাবদলের পর বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, আগামী দিনে একইভাবে পশ্চিমবঙ্গেও বর্তমান সরকারের পতন হয়ে বিজেপি-র সরকার তৈরি হবে। তিনি বলেছিলেন, প্রথমে তেলাঙ্গানা, তারপর ঝাড়খণ্ড, আর তারপর বাংলায় সরকার গড়বে বিজেপি। এদিনের সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ তোলেন কুণাল। তাঁর মতে, প্রয়োজনে শুভেন্দুকেও হাওড়ার ঘটনার তদন্তের আওতায় আনতে হবে।উল্লেখ্য, শনিবার রাতে হাওড়ায় টাকা উদ্ধারের খবর প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে। তাতে প্রশ্ন তোলা হয়েছে, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার গুঞ্জন এবং সরকার ফেলে দেওয়ার সম্ভাব্য পরিস্থিতির মধ্যে তিনজন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। এই টাকার উৎস কী? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কোনও পদক্ষেপ করবে? নাকি বাছাই করা কয়েকটি ক্ষেত্রেই নিয়ম প্রয়োগ করা হয়?