এক নজরে

Weather Updates: হালকা শীতের হাত ধরে বঙ্গে ঘটবে বসন্তের আগমন

By admin

February 13, 2022

কলকাতা ব্যুরো: ঠান্ডার শিরশিরানিতেই কি শীতের শেষ ইনিংস? আপাতত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবার ছুটির দিন রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামলেও ঠান্ডার কামড় সেভাবে আর নেই বললেই চলে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা শীত আদতে বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের রাতের তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

আবহাওয়াবিদরা বলছেন আগামী সপ্তাহ থেকে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। চলতি শীতের ইনিংস লম্বা হওয়ার পথে বারবার বাধার সৃষ্টি করেছে পশ্চিমী ঝঞ্ঝা। মোট ন’বার এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিতে ভিজেছে শীত। আপাতত আর কোনও ঝঞ্ঝার সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে আর জাঁকিয়ে শীত ফিরবে না বরং শীতের হিমেল ভাব সরে গিয়ে রোদ গায়ে বিঁধবে। মরসুম বদলের এই সময়টিতে অসুস্থতার হার বাড়তে পারে। তাই চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।