কলকাতা ব্যুরো: কলকাতায় যখন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিয়ে সরগরম মিডিয়া, তখন কিছুটা নীরবেই দিল্লিতে বিজেপির ঝান্ডা হাতে তুলে দিলেন তৃণমূলের কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এদিন সন্ধ্যায় সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সামনে তিনি বিজেপিতে যোগ দেন। এর আগে বিকেলেই তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দেন।
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের কাজকর্ম নিয়ে জনসমক্ষে অভিযোগ তুলেছিলেন কোচবিহারের এই তৃণমূল বিধায়ক। দলের গুরুত্ব না দেওয়া, সাংগঠনিক বিষয়ে আলোচনা না করা, প্রশান্ত কিশোরের তৃণমূল চালানো সহ বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বারেবারেই লিখেছিলেন মিহির গোস্বামী। এরই মধ্যে তার সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তেমনভাবে যোগাযোগ না করলেও, বিজেপি তার সঙ্গে যোগাযোগ করে। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরেই এ দিন দিল্লি পৌঁছে যান মিহির গোস্বামী।

সেই অর্থে ভোটের দামামা বাজার পরে মিহির গোস্বামী প্রথম তৃণমূল বিধায়ক যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।