শেয়ার বাজার নিয়ে আরো জানতে যোগাযোগমৈনাক শর্মা8759689108 ( call and WhatsApp)
রেনিউব্লেল এনার্জি ( Renewable Energy )র ক্ষেত্রে প্রয়োজনের রসায়নিক কাচামাল যেমন কার্বন যার প্রথম সারিতেই থাকছে হিমাদ্রী কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানী প্রধানত তৈরি করে কার্বন দ্রব্য। তাছাড়াও ভারতের প্রথম সারির কয়লা পিচ প্রস্তুতকারক। কোম্পানী তিনমাসের পজেটিভ রিটার্ন ২৩.৭১ শতাংশ , এক বছরের রিটার্ন নেগেটিভ ৭.৭৬ হলেও ভবিষ্যতে বাড়তে পারে কার্বন চাহিদা সেক্ষেত্রে নজরে রাখতে হবে হিমাদ্রি কেমিক্যাল। বাজার মূল্য ৫২ টাকা।
কেমিক্যাল সেক্টরের দ্বিতীয় স্থানে রয়েছে টাটা কেমিক্যাল। যার তিনমাসের পজেটিভ রিটার্ন ৯৯.০৫ ও এক বছরের পজেটিভ রিটার্ন ১২২.১২ শতাংশ নজর কেড়েছে রিটেল ট্রেডারদের।
রেনিউব্লেল এনার্জি হোক বা ই.ভি দুই ক্ষেত্রেই প্রয়োজন ব্যাটারির সেক্ষেত্রে বাজার দখল করে আমরাজা ব্যাটারি লিমিটেড বা Amron Battery। কোম্পানী ঋণ মুক্ত হওয়ার সাথে এক বছরের পজেটিভ রিটার্ন নজর কেড়েছে। বর্তমান বাজারমূল্য ৫৩২ ।
রেনিউব্লেল এনার্জি র ক্ষেত্রে গুরুতপূর্ণ চার্জিং। সেদিকে এগিয়ে থাকছে টাটা পাওয়ার যার এক বছরের পজেটিভ রিটার্ন ৯২.৪২ শতাংশ। যা মার্কেট নীচের দিকে যাওয়ার ফলে আপাতত ২০৬ হলেও সব কিছু ঠিক থাকলে এই বছরে ই যেতে পারে ৭০০ র কাছে।
এর পর ই থাকছে অটো মোবাইল সেক্টরের বড়ো কোম্পানী টাটা মোটরস ( TATA Motors )। ইলেকট্রিক গাড়ির প্রথম সারির কোম্পানী হয়ে ওঠে। যার শেয়ার মূল্য হতে পারে ৯০০ টাকা। টাটা মোটরসের পরেই থাকবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।
Two wheeler সেক্টরে থাকছে হিরো মটকপ (Hero Motocop )। বর্তমানে বাজার দর ২৪৭৩। কোম্পানী খুব জলদিই আনতে পারে তাদের ইলেকট্রিক বাইক। বাজার সূচক আবার ঊর্ধ্বগামি হলেই কম সময়েই যেতে পারে ৩৭৭৮ এর কাছে।