অস্থিরতার মধ্যেও প্রত্যাশিত ১৭৩৫০ এর লক্ষ্যে নিফটি এখনও না পৌঁছালেও তা ১৭১৪০ থেকে ১৭১৭০ এর ঘরেই আটকে যায়। যার প্রথম কারণ বিশ্ব বাজারে বৃদ্ধি পায় কাঁচা তেলের দাম। Sensex ১৭১ পয়েন্ট উপরে উঠে ৫৭৪৭৩ এ পৌঁছায়। NIFTY অটো র এখন পর্যন্ত ১১৩৭৯.৬০। Sensex অটো সেক্টর ২৫৮০৯.২০। Nifty Bank বর্তমান অবস্থা ৩৭৫২১.৮০ অর্থাৎ এখনও প্রত্যাশিত ৩৭৬৫০ এর কাছে যেতে পারে ব্যাঙ্কিং সূচক। বাজারের দুই সূচকেরই ফ্যাক্ট মুভিং কনজ্যুমার স্টক গুলী তে সব থেকে বেশি বিক্রির প্রবণতা বেড়ে যায়।
নিফটি ও সেনসেক্স আগের থেকে সামান্য উপরে উঠলেও কিছু নামি স্টক যেমন অটো মোবাইল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নীচে নেমে নিজের ৮০০ সাপোর্ট জোনের কাছে আশায় নিরাশ করে। এছাড়াও টাটা মোটরস, টাটা পাওয়ার আই টি স্টক টি সি এসে সামান্য বে গেলেও কভাবে ভাবে কোম্পানি ভালো থাকায় এই সময়টা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ভালো।

সল্প সময়ের জন্যে কোল ইন্ডিয়া, marico Wipro Havells জিন্দাল স্টিল এর মতো স্টকগুলোর উপর লক্ষ্য করা যেতে পারে।
শেয়ার স্টক পরামর্শের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108(call and WhatsApp)