কলকাতা ব্যুরো: তালিবানদের দাপটে বর্তমানে তছনছ অবস্থা আফগানিস্তানের। রীতিমত ত্রাস হয়ে উঠছে তারা। দখল করে নিচ্ছে একের পর প্রাদেশিক শহর। পাশাপাশি স্থানীয় সাধারণ আফগানবাসীদের ওপর নৃশংস অত্যাচার তো নিত্যদিনের সঙ্গী। আফগানিস্তানের প্রায় সব জায়গাতেই গায়ের জোরে কায়েম করতে চাইছে তালিবানি শাসন। তবে এরই মধ্যে আরও একটি উদ্বেগজনক ঘটনা সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ভারতের, আফগানিস্থানকে দেওয়া চারটি এমআই-৩৫ হেলিকপ্টার বর্তমানে তালিবানদের দখলে রয়েছে।

প্রসঙ্গত, ভারত চারটি এমআই-৩৫ আক্রমণকারী হেলিকপ্টার আফগানিস্তান সরকারকে ২০১৯ সালে উপহার দিয়েছিল। এই হেলিকপ্টারগুলি প্রথমে ভারত কিনেছিল কিন্তু পরে তার আফগান সরকারকে দিয়ে দেওয়া হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কুন্দুজ এয়ারবেসে দাঁড়িয়ে রয়েছে একটি এমআই-৩৫ হেলিকপ্টার। আর তার চার পাশে ঘোরাঘুরি করছে তালিবানরা। তবে হেলিকপ্টারের র‍্যাডার, ব্লেড, ইঞ্জিনের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানও গায়েব হয়ে গেছে। জানা যাচ্ছে যেদিন রাশিয়া, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান দোহায় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল সেইদিনই সামনে এসেছে এই ভিডিওটি।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাসে আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার কাবুল বিমান বাহিনীর ঘাঁটিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রী অসাদুল্লাহ খালিদের হাতে দুটি হেলিকপ্টার তুলে দিয়েছিলেন। তার আগে ওই বছর মে মাসে আরও দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছিল আফগানিস্তানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আফগান সফরের সময়ই চারটি আক্রমণকারী হেলিকপ্টার তাদের দেওয়া হবে বলেও জানিয়েছিলেন। আফগানিস্তান সেনা বাহিনীকে সহযোগিতা করার জন্যই এজাতীয় পদক্ষেপ করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version