এক নজরে

৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিলো কেন্দ্র

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো : আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলাচলের অনুমতি দিলো কেন্দ্র। আজ আনলক ৪ এর নির্দেশিকা জারি করে কেন্দ্র সরকার। সেখানেই মেট্রো চালুর বিষয় জানানো হয়। অন্যদিকে আনলক ৪ এ সামাজিক জমায়েতে লোকজনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হলো। কিন্তু কোরোনা ভাইরাস বিধি মেনেই করতে হবে সবকিছু। স্কুল, কলেজে, সুমিং পুল, থিয়েটার বা সিনেমা হল এই পর্বেও খুলছে না।

মেট্রো চালানোর ঘোষণা করলেও দিল্লির মেট্রোর কথা বলা হয় বলে এক সংবাদ সংস্থা দাবি করেছে। কলকাতার মেট্রোর কথা কিছু বলা হয় নি। সুতরাং কলকাতায় মেট্রো চলবে কি না সে নিয়ে এখনও কিছু জানা যায় নি।