এক নজরে

নিট পরীক্ষার্থীদের নিয়ে আজ শুরু হচ্ছে মেট্রো যাত্রা

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: স্বাস্থ্য সুরক্ষা মেনেই আজ থেকে চালু হলো কলকাতা মেট্রো রেল এবং ইস্ট -ওয়েস্ট মেট্রো। তবে শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্যই আজ চলবে মেট্রো। ১৫ মিনিটের ব্যবধানে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে মেট্রো। এডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীরা মেট্রোয় উঠতে পারবেন। স্মার্ট কার্ড না থাকলে টিকিটের ব্যবস্থাও থাকছে। কাল থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়ে যাচ্ছে মেট্রো।

আজ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বসছেন প্রায় ১৬ লাখ ছাত্রছাত্রী। পরীক্ষা কেন্দ্রের ভেতরেও তাদের মানতে হবে বেশ কিছু স্বাস্থ্য বিধি। করোনা আবহে বাড়ানো হয়েছে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা। ২ হাজার ৫৪৩ থেকে বাড়িয়ে তার সংখ্যা করা হয়েছে ৩ হাজার ৮৪৩ টি। প্রতিটি হলে আগে যেখানে ২৪ জন করে বসতেন, এবার সেখানে বসবেন ১২ জন।

নিট পরীক্ষার্থীদের স্বার্থে রাজ্যে বাসের সংখ্যাও বাড়িয়েছে পরিবহন দপ্তর। আজ রাস্তায় এসবিএসটিসির ৮৫০ বাস, এনবিএসটিসির ৬০০ বাস এবং রাজ্য পরিবহন নিগমের ১ হাজার ৪০০ বাস রাস্তায় নামছে।