এক নজরে

নতুন বছরের শুরুতে পুরনো ছন্দে মেট্রো

By admin

December 31, 2020

কলকাতা ব্যুরো: নতুন বছরের শুরুতে পুরনো ছন্দে মেট্রো। ৪ জানুয়ারি থেকে পুরনো ছন্দে মেট্রো। অফিসটাইম বাদে অন্য সময় লাগবে না ই-পাস। এখনও পর্যন্ত টোকেন চালু না হলেও শিথিল হয়েছে ই পাসের পদ্ধতি।

উল্লেখ্য আগেই বয়স্ক নাগরিক, মহিলা ও ১৫ বছরের নীচে মানুষদের জন্য ই পাস লাগবে না। তবে বাকি নাগরিকদের জন্য অফিস সময়ে এবং সোম থেকে শুক্রবার পাস লাগবে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল।

আগামী ৪ জানুয়ারি থেকে ২২৮ টি মেট্রো চলবে। ১১৪টি আপ ও ১১৪টি ডাউনের ট্রেন চলবে। সকাল ৭ থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত চলবে মেট্রো। সকাল ৯ থেকে সন্ধে ৭.৫০ পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো।

সকাল ৯-১১, বিকেল ৫ থেকে সন্ধে ৭ পর্যন্ত লাগবে ই পাস। অফিস টাইমে সাত মিনিট অন্তর অন্তর মেট্রো চালানো হবে। অর্থাৎ টোকেন নয় এখনও স্মার্ট কার্ডের ওপর নির্ভর করেই মেট্রো চড়তে হবে কলকাতাবাসীকে।