কলকাতা ব্যুরো: সকাল সন্ধ্যের ব্যস্ত সময়ে এবার আট মিনিট অন্তর ছুটবে মেট্রো। এতদিন দুই মেট্রোর ব্যবধান ছিল ১০ মিনিট। সেই সময়ই কমানো হল। পাশাপাশি বাড়ানো হচ্ছে রাতের শেষ মেট্রোর সময়সীমাও। বর্তমানে দমদম হোক বা কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত আটটায়। এবার সেই সময়টাকে আরও আধঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে আটটায়। আর নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে রাত ৮টা ২৫ মিনিটে। তবে এই নিয়ম বহাল থাকলে স্রেফ সোম থেকে শনিবার পর্যন্ত উৎসবের মরশুমে সমস্যার আরো বেশ খানিকটা সমাধান হবে।একদিকে পুজোর বাজার তো অন্যদিকে অফিসের ভিড়। নিউ নর্মালে এই চাপ সামাল দিতে ছন্দে ফিরছে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবাও। আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা। ৮ মিনিটের ব্যবধানে চলবে মেট্রোগুলি। যাত্রীদের কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এমনটাই জানানো হয়েছে।মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এখন সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১২২টি মেট্রো চলাচল করে। আগামী সোমবার অর্থ্যাৎ ১২ অক্টোবর থেকে এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬।