কলকাতা ব্যুরো: পরিষেবা শুরু নিযে বৃহস্পতিবার নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ। কবে থেকে এবং কিভাবে যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সামাজিক দূরত্ব রেখে গোটা পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মেট্রোর তরফে রাজ্যের সাহায্য চাওয়া হবে বলে জানা গিয়েছে।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বলে দিয়েছি মেট্রো চালাতে পারে। এখন ওরা ঠিক করবে কবে থেকে কিভাবে চালাবে। রাজ্যের সঙ্গে আলোচনা করছে ওরা। কাগজে দেখেছি ১৫ তারিখ থেকে চলতে পারে। সব তো আর একসাথে হবে না। ধাপে ধাপে পরিষেবা হবে।”
মেট্রোসূত্রে খবর, ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান ডেভলপমেন্টের তরফে পরিষেবা শুরুর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর( এসওপি) পাঠানো হয়ে গেছে। সেই এসওপি তে থাকা গাইডলাইন নিয়েই বৈঠকে আলোচনা হবে। কতক্ষন অন্তর মেট্রো চলবে থেকে মেট্রোর ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে হবে, যাবতীয় বিষয় আজ স্থির হওয়ার সম্ভাবনা। বৈঠকে রাজ্যের তরফে স্বরাস্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের থাকার কথা। মেট্রোর তরফে আসবেন তাদের তিন কর্তা।
প্রাথমিকভাবে মেট্রো পরিষেবাটা আগে শুরু করে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে। তারপর রাজ্যের সঙ্গে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল আলোচনায় বসবে লোকাল ট্রেন চালানো নিয়ে। রেলসূত্রে খবর, দেশের যে যে জায়গায় মেট্রো চলে সব জায়গার জন্য একটাই এসওপি তৈরি করা হয়েছে। তারপর প্রতি রাজ্যে তা পাঠানো হয়েছে। কিভাবে সেই পরিকল্পনা কতখানি বাস্তবায়িত করা সম্ভব তা রাজ্যের সঙ্গে আলোচনা করে করতে বলা হয়েছে মেট্রো কর্তাদের।
সূত্রের খবর, নিউ নর্মালে সকাল ৮ টা থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। চলতে পারে রাত ৮ টা পর্যন্ত। রবিবার রাখা হতে পারে বন্ধ। মেট্রো সোম থেকে শনি যতটা কম সংখ্যক যাত্রী নিয়েই চলবে। আপাতত ঠিক হয়েছে, অফিস টাইমে ১২ মিনিট অন্তর এবং সাধারন সময় ১৫ থেকে ২০মিনিট অন্তর মেট্রো চালানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাজ্যের সঙ্গে আলোচনা করে।