কলকাতা ব্যুরো: নিউ নর্মালে কলকাতার মেট্রো রেলের সংখ্যা বাড়াতে চায় মেট্রো রেল। এখন চলছে ৫৫ জোড়া ট্রেন। সেই সংখ্যা বাড়িয়ে ৫৮ জোড়া করতে উদ্যোগী হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে প্রান্তিক স্টেশনগুলো থেকে দিনের শেষ ট্রেন ছাড়ছে সন্ধ্যা সাতটায়। সেই সময় খানিকটা বাড়িয়ে সাড়ে সাতটা করা হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘ লক ডাউনের পর চালু হয়েছে কলকাতা মেট্রো। প্রথম কয়েকদিন তেমন ভিড় না হলেও,ক্রমেই মেট্রোয় বাড়ছে যাত্রী সংখ্যা। মেট্রো রেলের হিসেবে, আপাতত দিনে এক থেকে দেড় লাখ যাত্রী পরিবহনে তারা সক্ষম। সেই কারণেই দুটি ট্রেনের মধ্যবর্তী সময়সীমা যেমন কমানো হচ্ছে, তেমনই দিনের শেষ মেট্রো ছাড়ার সময় সীমাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version