কলকাতা ব্যুরো: নিউ নর্মালে মেট্রোয় যাত্রী সংখ্যা ৫০ হাজারের গন্ডি ছাড়ালো। শুক্রবার মেট্রোয় ৫০, ৭৪০ জন যাত্রী চড়ছেন। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ই-পাসের মাধ্যমে মেট্রো চালু হওয়ার ১১দিনের মাথায় ৫০ হাজারের বেশি যাত্রী যাতায়াত করলন মেট্রোয়। স্বাভাবিকভাবেই খুশি কর্তৃপক্ষ। নয়া প্রক্রিয়া যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়েছে বলেই মনে করছেন।
ইস্ট ওয়েস্ট মেট্রোয় এদিন যাত্রী হয়েছে ১২৮ জন। ১৭৫ দিন বন্ধ থাকার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রী নিয়ে মেট্রোর চাকা গড়ায়। এদিকে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো হয়েছে। দুই প্রান্তিক স্টেশন, কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে সাত টায়। এখন ছাড়ে সন্ধ্যা ৭টায়। আগামী সোমবার থেকে এই নতুন সময় মেনে চলবে মেট্রো। সে ক্ষেত্রে পরিষেবা চালু থাকার সময় দাঁড়াবে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা। এতদিন যা ছিল রাত ৮টা। ১১০ টির বদলে আরো তিন জোড়া অতিরিক্ত মোট ১১৬ টি মেট্রো চলবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।