এক নজরে

কমতে পারে দুই মেট্রোর ব্যবধান

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: কমানো হতে পারে মেট্রোর দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান। ব্যস্ত সময়ে ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর চলতে পারে মেট্রো। আর অন্যান্য সময়ে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর চালানো হতে পারে মেট্রো রেল। দিন কয়েকের মধ্যেই এবিষয়ে বৈঠকে বসার কথা মেট্রো কর্তৃপক্ষের। প্রথম দুদিন সেভাবে যাত্রী না হলেও দিন দিন তা বাড়ছে। শুক্রবার যাত্রী সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাই কর্তৃপক্ষ এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে।

প্রথমে ভাবা হয়েছিল সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ হাজার পঞ্চাশেক যাত্রী দিনে যাতায়াত করতে পারবেন। কিন্তু এক সপ্তাহ পরিষেবার পর কর্তৃপক্ষের ধারনা বর্তমানে যেভাবে মেট্রো চলছে অর্থাৎ দিনে ১১০ টা করে তাতে এক লাখ থেকে এক লাখ দশ হাজার যাত্রী এরপর রোজ উঠতে পারবেন। কারন অধিকাংশ যাত্রীই গড়ে সাত থেকে দশটি স্টেশনের মধ্যে যাতায়াত করছেন। সবাই যে একসঙ্গে ট্রেনে উঠছেন তেমনটা নয়। ফলে দিনে এক লক্ষের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন।