এক নজরে

এবার বার্সার সতীর্থদের সঙ্গে প্র্যাক্টিসে নামলেন মেসি

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: বার্সেলোনার হয়ে প্র্যাক্টিস শুরু করেছিলেন দিন তিনেক আগেই। আবার বার্সেলোনায় টার সতীর্থদের সঙ্গে প্র্যাক্টিস শুরু করলেন লিওনেল মেসি। সব মিলিয়ে বার্সায় এখন খুশির হাওয়া।