কলকাতা ব্যুরো: তাঁর পুরানো ক্লাব বার্সিলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি। আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানান সকারের এই সুপারস্টার। তবে ক্লাব সভাপতির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন তিনি।

মেসি জানান, আমার ধারণা ছিল আমি ফ্রী ফুটবলার। ক্লাব সভাপতিও আমাকে সেরকমই বলেছিলেন। এখন তিনি বলছেন অন্য কথা।

মেসি আরো জানান, ১০ জুনের পর আমার চুক্তি ছিল না। কিন্তু এখন আমি বার্সিলোনা ছাড়তে চাইলে আমাকে ৭ হাজার কোটি টাকা দিতে হবে। নাহলে আদালতে যেতে হবে। আদালতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলেও, মেসি বলেন,বার্সা আমার ভালোবাসার ক্লাব।

তবে ওই বিপুল পরিমাণ ট্রান্সফার ফী দিয়ে অন্য ক্লাবগুলির পক্ষেও মেসিকে নেওয়া মুশকিল।

Share.
Leave A Reply

Exit mobile version