কলকাতা ব্যুরো: একদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে পারদ চড়ছে রাজ্যের। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর থেকেও তার সর্মথকরা কতটা ভোটের আগে দল ছাড়তে পারেন, তা নিয়ে অংক কষা শুরু হয়েছে তৃণমূলে। এই অবস্থায় আরেক মাথাব্যথা পাহাড় নিয়ে। ৬ ডিসেম্বর শিলিগুড়িতে নিজের শক্তি পরীক্ষার ডাক দিয়েছেন এতদিন বিজেপির ছাতার তলায় থাকা বিমল গুরুং। দুর্গাপূজায় দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূলের হাত ধরার কথা ঘোষণা করেছিলেন কলকাতায়। আবার ৬ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক অবস্থান ঘোষণা করার কথা।

প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ৬ ডিসেম্বর শিলিগুড়িতে বিমল গুরুং সভা করবেন। ওইদিন সভায় প্রায় দেড় লক্ষ লোক হবে বলে দাবি করেছে গুরুং পন্থী নেতারা। তাদের দাবি, শুধু পাহাড় নয়, তরাই ও ডুয়ার্স এখনো বিমলের পক্ষে। তৃণমূলকে সেই বার্তা দিতেই শিলিগুড়িতে এই সভার রাখা হয়েছে। আবার ওই দিনই তৃণমূলকে নিজেদের শক্তি জানান দিতে দার্জিলিংয়ের জামুয়ায় বিনয় পন্থীরা সভা করবে। জামুয় ছিল একসময় বিমল গুরুংয়ের শক্ত ঘাঁটি। সেখানেই সভা করে তৃণমূলকে বার্তা দিতে তাই বিনয় গুরুংরাও নিজেদের শক্তি দেখাতে চান। ফলে ৬ ডিসেম্বর শিলিগুড়ি এবং দার্জিলিং পাহাড়ের তৃণমূলেরই দুই হাত ধরা দুই শিবির শক্তি প্রদর্শন করে যথেষ্ট বার্তা তৃণমূলের জন্য দিতে চায়।

Share.
Leave A Reply

Exit mobile version