কলকাতা ব্যুরো: ১৪ মাস বাদে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মাহবুবা মুফতি। গত বছর আগস্টে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয় ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা, মাহবুবা মুফতি সহ সেই রাজ্যের প্রথম সারির নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের।
যা নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলো দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মুক্তির দাবি ছাড়াও কাশ্মীরে ৩৭০ ধারা লাগু ছিলো তাদের দাবি। অবশেষে ১৪ মাস বাদে মুক্তি পেলেন মুফতি।