কলকাতা ব্যুরো: দেশজুড়ে হইচই বা আন্দোলন যাই চলুক না কেন, আজ রাজ্যসভায় পেশ হচ্ছে কৃষি সংক্রান্ত দুটি বিতর্কিত বিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আগেই এই বিলের প্রতিবাদে পদত্যাগ করায়, সেখানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নরেন্দ্র সিং তোমরকে। তিনি এদিন এই দুটি বিল রাজ্যসভায় পেশ করবেন।
সংখ্যা গরিষ্ঠতার জেরে লোকসভায় হাসতে হাসতে বিজেপি এই বিল পাস করে ফেললেও, রাজ্যসভায় বেগ পেতে হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে এনডিএ নেতৃত্বের। রাজ্যসভার মো ট ২৪৩ টি ভোট। এই বিল পাস করাতে ১২২ টি ভোট দরকার হবে। বিজেপির হাতে রয়েছে ১১১ ভোট। বাকি ১১ টি কিভাবে জোগাড় হবে এখন তা নিয়েও রয়েছে জল্পনা।
ইতিমধ্যেই এনডিএতে থাকা অকালি দল এই বিলের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে সরে গিয়েছে। আবার তৃণমূল, কংগ্রেস, ডিএমকে সমাজবাদী পার্টির দলগুলিও কৃষি বিলের বিরোধিতা করছে। এই অবস্থায় শিবসেনার এ আই এ ডি এম কে এবং জেডিইউয়ের মতো বিজেপির বন্ধু দলগুলি ১১ র গেরো কাটাতে না পারলে আজ হুলস্থুল পরবে রাজ্যসভায়।
বিতর্কিত ফার্মার এন্ড প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন এন্ড ফেসিলিটেশন) বিল দুই ২০২০ এবং ফারমার্স এম্পাওয়ার্মেন্ট এন্ড প্রটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স এন্ড ফার্ম সার্ভিস বিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখন আন্দোলন শুরু হয়েছে। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version