এক নজরে

লকডাউনে গরিবদের হেঁসেল সামলে এবার আইপিএলে খেলতে নামছেন মহম্মদ সামি

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: গত ছয় মাস ধরে করোনা ও লকডাউনের মধ্যে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে গরিব মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার পর এবার আইপিএল খেলতে দুবাই উড়ে যাওয়ার আগে তার ছোট্ট মেয়েকে না দেখার দুঃখ প্রকাশ করে ফেললেন মহম্মদ সামি। কিংস ইলেভেন পাঞ্জাবের হয় এবার খেলতে নামছেন মহম্মদ সামি। তার আগে তিনি বলে ফেললেন, বহুদিন ধরে মেয়েকে দেখা হয়নি। লকডাউন এর জন্য যাওয়া হয়নি কলকাতায়। প্রসঙ্গত মহম্মদ সামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে কলকাতায়। নানা ইস্যুতে হাসিন এবং সামীর মধ্যে গোলমাল এখন প্রকাশ্যে।

সেই প্রসঙ্গে না গিয়ে অবশ্য সামির বক্তব্য, মেয়েকে খুব মিস করছি। এভাবেই সে বড় হয়ে গেল। কিন্তু লকডাউন এর জন্য তাকে দেখতে যাওয়া হলো না। খুব খুব মিস করছি। এই লকডাউন এর সময় তিনি উত্তরপ্রদেশের সাহস পুরে বাড়িতেই ছিলেন। লকডাউনের মধ্যে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে গরিব মানুষ এবং পরীযায়ীদের খাওয়া থেকে আর্থিক সাহায্য করে গিয়েছেন ফাস্ট বোলার সামি।

জীবনে লকডাউন এর মত এমন ঘটনা আগে সম্মুখীন না হওয়া সামি বলেন, সকাল থেকে ছ টা উনুনে রান্নার ব্যবস্থা। তারপরে সেইসব খাবার তুলে দেওয়া হতো দুঃস্থ মানুষদের মধ্যে। আর সেসব সেরে সন্ধ্যায় আমি প্র্যাকটিসে যেতাম।