কলকাতা ব্যুরো: দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি কিউরি রোডের অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। শুক্রবার ৬০ তলা ওই বিল্ডিংয়ের ২০ তলায় আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে দমকলের ৬০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। বিল্ডিংয়ে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের এক ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপাতে গিয়ে সোজা নিচে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। প্রাণ বাঁচাতে জানালা থেকে বাইরে বেরিয়ে ঝুলতে থাকেন ওই ব্যক্তি। তবে বেশিক্ষণ ওই অবস্থায় থাকতে পারেননি তিনি। সোজা নিচে পড়ে যান এবং তারপরই তাঁর মৃত্যু হয়।

এদিন দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। ২০ তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে বিল্ডিংয়ের অন্যান্য অংশেও। ঘটনাস্থলে থাকা দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ২০ তলা থেকে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এই আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি পর্যায়ের অগ্নিকাণ্ড বলা হয়েছে। আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত একজন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়।

ঘটনাস্থলে রয়েছেন মুম্বই পৌরনিগমের মেয়র কিশোরী পেন্ডনকর। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version