কলকাতা ব্যুরো: বাংলাদেশের রফতানিকৃত পার্কিং-এ দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তুলো বোঝাই একাধিক গাড়ি পুড়ে গিয়েছে। শনিবার রাতে মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের নরহরিপুরে পার্কিংয়ের ৩ নম্বর জোনে । দমকলের ৬টি ইঞ্জিন ৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ৯টি গাড়িতে আগুন লাগে। এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে কীভাবে এত বড় আগুন, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।

জানা গিয়েছে, বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুরে বনগাঁ পৌরসভার পার্কিংয়ের তিন নম্বর জোনে বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিল বেশ কয়েকটি ভিন রাজ্যের তুলোবোঝাই ট্রাক। শনিবার রাতে স্থানীয়রা লক্ষ্য করেন, তুলোর গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। তাঁরা খবর দেন বনগাঁ দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কিন্তু গাড়িতে তুলোবোঝাই থাকায় মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর ছিল, যা নিয়ন্ত্রণ করতে গোবরডাঙা ও হাবরার দমকল থেকে আরও কয়েকটি ইঞ্জিন ডাকা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ ও বনগাঁ জেলা পুলিশের আধিকারিকেরা।

গোপাল শেঠ বলেন, পাকিং-এ তুলোবোঝাই গাড়িতে আগুন লেগে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য আমাদের বাড়তি সতর্ক হতে হবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম দিকে দমকলের একটি ইঞ্জিন কাজ করছিল। দমকলের কর্মীরা আগের থেকে তৎপর হলে এত বড় ঘটনা হয়ত এড়ানো যেত।

দমকল সূত্রে জানা গিয়েছে, দমকলের ৬টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন। পুলিশ সূত্রে খবর, এ দিন মোট ৯টি গাড়িতে আগুন লেগেছে। যার মধ্যে পাঁচটি গাড়িতে তুলোবোঝাই ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং চারটি গাড়ি আংশিক পুড়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version