কলকাতা ব্যুরো: আবারও অগ্নিকান্ড শহর কলকাতায়। অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও খবর। শুক্রবার ভোর রাতে দক্ষিণ কলকাতার লেক থানার অন্তর্গত ৩৫ নম্বর ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন একটি তিনতলা বাড়ির দোতলায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে পুড়ে একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। লেক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঢাকুরিয়ার বাড়িটিতে শুক্রবার যখন আগুন লাগার ঘটনা ঘটে সে সময় ঘরে ছিলেন বছর আটচল্লিশের সৌম্য সেনগুপ্ত। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে সৌম্যর মা ছিলেন পাশের ঘরে। তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে আগুন লেগেছে বুঝতে পেয়ে ঘুম ভেঙে যায় তাঁদের। মাকে কোনওক্রমে বাড়ি থেকে বের করতে পারলেও নিজে বেরতে পারেননি সৌম্য। অগ্নিদগ্ধ হয়ে যান তিনি। চিৎকার করতে থাকেন ওই মহিলা। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। খবর দেওয়া হয় লেক থানার পুলিশকেও। এরপর দমকলকেও জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সৌম্য সেনগুপ্তকে উদ্ধার করা হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

অগ্নিকাণ্ডে বাড়িটির অধিকাংশ সামগ্রীই প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাড়িটিতে আগুন লেগেছে। দমকল কর্মীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Share.
Leave A Reply

Exit mobile version