এক নজরে

Fire Broke Out: জাকারিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক ঘণ্টাখানেক আগেই বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। জোড়াসাঁকোর ৪৪ নম্বর ওয়ার্ডের জাকারিয়া স্ট্রিটের ঘটনা। আগুন দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

স্থানীয়দের দাবি, জাকারিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের বিপরীতের একটি বাড়ির দোতলায় শাড়ির গুদাম রয়েছে। রবিবার সকালে আচমকাই ওই শাড়ির গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা নজরে আসে তাঁদের। আগুন জ্বলতে দেখে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে একে একে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে ওই শাড়ির গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শাড়ির গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও তদন্তসাপেক্ষ। দমকলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।