এক নজরে

Electronic Scooter: চার্জ দেওয়ার সময় ই-স্কুটারে বিস্ফোরণ, দগ্ধ ৪

By admin

November 01, 2021

কলকাতা ব্যুরো: নারকেলডাঙায় ই-স্কুটারে বিস্ফোরণ। আর সেখান থেকেই গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাতেই দগ্ধ হলেন একই পরিবারের চারজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা এলাকার ষষ্ঠীতলা রোডে ঘটেছে এই ঘটনাটি। সেখানে দোতলা বাড়িতে থাকে সামন্ত পরিবার। এদিন বাড়ির একতলায় বাসিন্দা সন্দীপ সামন্তর ই-স্কুটারটিতে চার্জ দেওয়া হচ্ছিল।

সূত্রের খবর অনুযায়ী, চার্জ দেওয়ার সময়ই ই-স্কুটারে বিস্ফোরণ হয়। প্রচণ্ড শব্দ করে ওই স্কুটারের অংশ গিয়ে পড়ে পাশেই রাখা একটি গ্যাস সিলিন্ডারে। তাতেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।

দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ই-স্কুটারে বিস্ফোরণের শব্দ শোনামাত্রই ছুটে আসেন বাড়ির বৃদ্ধ কর্তা যামিনীরঞ্জন সামন্ত, তাঁর ছেলে সন্দীপ সামন্ত, পুত্রবধূ সায়ন্তনী সামন্ত ও ১৭ বছর বয়সের নাতি প্রীতম। ওই সময়ই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সিঁড়ির মুখে আগুন লাগার ফলে কেউ বাড়ি ছেড়ে পালাতে পারেননি। অল্প সময়ের মধ্যেই আগুন বাড়ির একটি অংশে ছড়িয়ে পড়ে। তাতেই অগ্নিদগ্ধ হন পরিবারের চারজন। যদিও তাঁদের মধ্যে ওই কিশোর কম আহত হয়।

অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে চারজন ছাদের উপর উঠে যান। আগুন দেখে প্রতিবেশীরা দমকলে খবর দেন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিভিয়ে দমকলকর্মীরা চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই কিশোর ছাড়া বাকি তিনজনের হাসপাতালে চিকিৎসা চলছে। কীভাবে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।