কলকাতা ব্যুরো: বিধ্বংসী আগুন হলদিয়া শিল্পতালুকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৮ টি ইঞ্জিন। অত্যন্ত তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ট্যাঙ্কারে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। তবে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল কর্মীরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রনে আনা যায়। হলদিয়া শিল্পাঞ্চল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই কর্মীদের বাইরে বের করে আনা হয়। তবে এখনও বেশ কয়েকজন কর্মী ভিতরে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারের কাজ চলছে।
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার জেরে একাধিকজন আহত হয়েছেন। তবে সরকারিভাবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে ঘটনা প্রসঙ্গে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি ওয়াকিবহাল। দমকলবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে কিছুটা সময় লাগবেই’।