কলকাতা ব্যুরো: আমেরিকায় এক মিলিয়নের বেশি নাবালক করোনায় আক্রান্ত হয়েছে। ১২ নভেম্বর পর্যন্ত সে দেশে ১০৩৯৪৬৪ জন নাবালক করোনায় আক্রান্ত। আমেরিকান অ্যাক্যাডেমি অফ প্যাদ্রিয়াস বা আপ এই তথ্য জানিয়েছে। শুধু ১২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের মধ্যে সে দেশে ছোটদের এক লক্ষ ১২ হাজার নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে নাবালকের মধ্যে এই সংক্রমণ নিয়ে নতুন করে ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
এর আগে এমন ভাবে নাবালকদের মধ্যে করোনা সংক্রমনের লক্ষণ ছিল না। ফলে নতুন করে আমেরিকায় এত বাচ্চার করোনা দেখা দেওয়ায় এখন তাদের চিকিৎসা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের বাড়তি সতর্কতা তা নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।