কলকাতা ব্যুরো: পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশনের সদস্য হলেন ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো। তিনি ২০২৩ সাল পর্যন্ত ওই কমিশনের সদস্য থাকবেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধর তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন।
ইউএপিএ আইনে গ্রেপ্তার হবার পর বেশ কয়েক বছর জেল খেটেছেন জঙ্গলমহলের পুলিশ সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা
ছত্রধর মাহাতো। ওই পর্বের আন্দোলনে তিনি তৃনমূলকে সহযোগিতা করলেও, সরাসরি তৃণমূলে যোগ দেন নি। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে।
গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে আদৌ ভালো ফল করেনি তৃনমূল। ২০২১ -র ভোটের আগে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। সম্প্রতি দুই দিনের সফরে খড়গপুর এবং ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার উন্নয়নমূলক প্রকল্পগুলোর পর্যালোচনা এবং মাওবাদী মোকাবিলার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন তিনি। এখন জঙ্গলমহলের হারানো মাটি ফিরে পেতে তৃনমূল ছত্রধর মাহাতো এবং তার স্ত্রীর পুনর্বাসনের ব্যবস্থা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Previous Articleকরোনার বিধি মেনে গোরখপুরে চলছে স্কুল
Next Article ফেব্রুয়ারিতে সংক্রমণ পেরোবে ১ কোটি
Related Posts
Add A Comment