কলকাতা ব্যুরো: মারা গেলেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মনু মুখোপাধ্যায় দীর্ঘদিন চরিত্রের অভিনেতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার অভিনীত নীল আকাশের নিচে, অশনি সংকেত আজও যথেষ্ট জনপ্রিয়।

১৯৩০ সালে জন্মগ্রহণ করেছিলেন মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সিনেমার অন্যতম অভিনেতা মনু মুখোপাধ্যায় থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এই অভিনেতা। এক সময় তার থিয়েটারে অভিনয় দেখতে ভিড় জমতে সুজাতা সদন, মিনার্ভা, সার র মত থিয়েটার হল গুলিতে। শ্বেত পাথরের থালা, গণশত্রু সিনেমায় তার অভিনয় ছিল অন্যতম আকর্ষণ।

আজ বেলা দেড়টা পর্যন্ত তার মরদেহ বাড়িতেই শায়িত থাকবে। তারপরে তা নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version