এক নজরে

অধীরকে প্রদেশ সভাপতি চেয়ে সোনিয়াকে চিঠি মান্নানের

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো : সোমেন মিত্রর মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয় নি হাই কমান্ড। আগেভাগেই প্রদেশ সভাপতির পদের জন্য অধীর চৌধুরীর নাম সোওয়াল করে হাই কমান্ডকে চিঠি দিলেন আব্দুল মান্নান। সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে মান্নান দাবী করেছেন অধিরবাবুই প্রদেশ সভাপতি পদের ” যোগ্যতম ” ব্যাক্তি। দলনেত্রীর কাছে তার আর্জি , লোকসভায় কংগ্রেসের দলনেতা রেখেই অধীরবাবুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হোক। শোনা যাচ্ছে সম্ভাব্য সভাপতি হিসাবে মান্নানের নাম নিয়েও আলোচনা হয়েছে। মান্নান বিরোধী দলনেতা। সূত্রের খবর সেই পদ ছেড়ে তিনি প্রদেশ সভাপতির পদ গ্রহণ করতে চাইছেন না। তাই আগেভাগেই চিঠি দিয়ে রাখলেন সোনিয়াকে। শোনা যাচ্ছে অধীরবাবু নাকি এ আই সি সি র কাছে মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো সহ মান্নানের নামও করে রেখেছেন। অনেকে প্রদীপ ভট্টাচার্যর নাম ও করছিলেন। সেদিক থেকে দেখতে গেলে এই প্রবীণ কংগ্রেস নেতা একটু ব্যাক ফুটে চলে গেলেন এবার।প্রদেশ কংগ্রেসের অনেকেই চাইছে অধীর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলান। কারণ তিনিই সি পি এম এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে দলকে এগিয়ে নিয়ে যেতে।