এক নজরে

মনীশ শুক্লা খুনে দুই তৃণমূল নেতাকে তলব সিআইডি-র

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: মনীশ শুক্লা খুনে দুই তৃণমূল নেতাকে তলব করল সিআইডি। বেশ কয়েকজন দুষ্কৃতীকে ইতিমধ্যে সিআইডি খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে। কিন্তু পরিবারের তরফে খুনের ঘটনায় ব্যারাকপুর মহাকুমার দুই পুরসভার প্রাক্তন পুরপ্রধানদেন নাম অভিযুক্ত হিসেবে দেওয়া হয়েছে। ফলে ওই দুই তৃণমূল নেতাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। সূত্রের খবর, খুনের ঘটনার দিন তারা কে কোথায় ছিলেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

মনীশ খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। অন্য একটি মামলা দায়ের হয়েছে সুপ্রিমকোর্টে। হাইকোর্টে দায়ের হওয়া মামলায় সিআইডির থেকে তদন্তে অগ্রগতির রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। তার আগে এফ আই আর এ নাম থাকা শাসকদলের নেতাদের তলব করে তদন্তে তাদের ব্যাপারে খোঁজখবর করা হয়েছে, সেটা প্রমাণ রাখতেই সিআইডি তাদের তলব করল বলে অভিযোগ করছে বিজেপি।