কলকাতা ব্যুরো: বিজেপি নেতা মনিশ শুক্লা খুনে আরও দুই শার্প শুটারকে গ্রেফতার করল সিআইডি। আদতে বিহারের বাসিন্দা ওই দুই শার্প শুটার কে পাঞ্জাবের লুদিয়ানা থেকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। এদের একজনের নাম সুরজিৎ রাই, বিহারের সমস্তিপুর পুরের বাসিন্দা। আর একজন রোশান যাদব বৈশালী জেলার বাসিন্দা। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতা এনে শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই খুনে মোট তিনজন শার্প শুটার কে গ্রেপ্তার করল সিআইডি।

প্রাথমিকভাবে ধৃতদের জেরা করে সিআইডি জানতে পেরেছে, মোট সাত জনের একটি শার্প শুটার দলকে নামানো হয়েছিল শুক্লাকে খুন করতে। ৪ অক্টোবর সন্ধ্যেবেলায় মনিশ শুক্লা টিটাগর থানার সামনে বিজেপির দলীয় অফিসে আসার খবর আগেই পৌঁছে গিয়েছিল ওই খুনিদের কাছে। তারপর দুটি বাইকে করে এসে প্রকাশ্যেই একেবারে সামনে থেকে গুলি করে খুন করে অর্জুন সিং এর ডান হাত বলে পরিচিত মনিশ শুক্লাকে।

তদন্তে যে সাতজনের নাম উঠে এসেছে এরা প্রায় সকলেই ভিন রাজ্যের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানতে পেরেছে সিআইডি। যদিও আরো চারজন কোথায় আছে তা নিয়ে তল্লাশি চলছে। আবার এই সুপারি কিলারদের কারা হায়ার করেছিল, তা জানতেও তদন্ত চালাচ্ছে সিআইডি।

Share.
Leave A Reply

Exit mobile version