কলকাতা ব্যুরো: গতকাল মানিশকে খুনের সময় কেন ছিলেন না তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে।ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং নিজেই প্রশ্ন তুলেছেন এ নিয়ে। অর্জুন বলেন, ওর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ছিলো। ওর সিকিউরিটির ব্যবস্থা আমিই করে দিয়েছিলাম। কিন্তু গতকাল ওরা ছিলো না। ওভার কনফিডেন্স-র কারণেই এটা হলো।
এনিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। অর্জুনের অবশ্য অভিযোগ, ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের থানায় ডেকে হেনস্থা করে পুলিশ। তার অভিযোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রবিবার রাতেই ফোন করে এই দাবি জানান কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। গতকাল রাতে মনীশ শুক্লাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজয়বর্গীয়, মেনন, ভারতী ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা।