মৈনাক শর্মা
স্বাধীনতার ৭৪ বছর পরেও দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েনি রেল ও জাতীয় সড়ক পথ। অন্য দিকে সীমান্তে বেড়েই চলেছে প্রতিবেশী চিনের যোগাযোগ নির্মান। দীর্ঘদিন ধরেই গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে উত্তর -পূর্ব ভারতের রাজ্যগুলী। তবে এইবার ভারতের রেল মানচিত্রে জোড়া হলো মনিপুরকে। দীর্ঘমেয়াদি অপেক্ষার পর মণিপুরে সফলভাবে পরীক্ষা করা হয় রাজধানী এক্সপ্রেসের মত ট্রেন চলচলকে।
সম্প্রতি টুইটারে ভিডিও পোস্ট করে এমনই খবরজানায় উত্তর পূর্ব ভারতের থেকে জিতে আসা স্বাধীন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রেলের তরফে জানানো হয়েছে, শিলচর থেকে মণিপুরের তামেলং জেলার ভেনগাইচুনপাও পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেই রাজধানী এক্সপ্রেস চালানো হয়েছে। সেই ট্রেনটি কিছুক্ষণের জন্য শিলচর স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানে হাজির ছিলেন রেলের একাধিক কর্তা এবং স্থানীয়রা। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই পরিষবার শুরু করবেন বলে জানিয়েছেন রেল কর্তারা। আপাতত ইম্ফল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে রেল। তা সম্পুর্ন হলেই মণিপুরের সীমান্তের শেষ শহর মোরেতে শেষ হবে রেলের অভিযান। শিলচর ইম্ফল লাইনেই তৈরী হবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। মানে করোনা র গ্রাফ কমলেই লক ডাউন একটু শিথিল হলেই রাজধানীতে চরেই ঘুরে আসুন মণিপুর।