কলকাতা ব্যুরো: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor) পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রবিবার গভীর রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা. গণেশনের হাতে৷

শনিবার বিজেপির তরফে ঘোষণা করা হয়, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে জগদীপ ধনকড়কে। এরপরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor) পদ থেকে ইস্তফা দেন তিনি। রবিবার রাতে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, মণিপুরের রাজ্যপাল (Governor) লা. গণেশনকে বাড়তি দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আপাতত দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে কাউকে নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত নিজের দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন গণেশন।

তবে বাংলার রাজভবনের পরবর্তী মুখ কে হতে চলেছেন, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই পদের জন্য দুটি নাম শোনা যাচ্ছে। এই পদে আনা হতে পারে সদ্য রাজ্যসভা এবং মন্ত্রিসভা থেকে অব্যহতি নেওয়া উত্তরপ্রদেশের মুসলিম নেতা মুখতার আব্বাস নকভিকে। অন্য নামটি অবশ্যই এ রাজ্যের হেভিওয়েট নেতা তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর।

তবে সত্যি যদি এমনটা করা হয়, তাহলে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের পর বিজেপি এ রাজ্যের কাউকে রাজ্যপাল পদে বসাবে।

Share.
Leave A Reply

Exit mobile version