এক নজরে

#SSC Scam : ১৪ ঘণ্টার সওয়াল জবাব শেষ

By admin

July 28, 2022

কলকাতা ব্যুরো: দফায় দফায় ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ। টেট-দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য বুধবার গভীর রাতে গোপনে সল্টলেকের সিজিও কমপ্লেক্স তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতর ছাড়লেন। ইডির একটি সূত্র জানাচ্ছে, রাত সওয়া ১২টা নাগাদ জিজ্ঞাসাবাদ-পর্ব শেষ হওয়ার পরে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক সল্ট লেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোন। তবে ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হতে পারে বলে খবর।

টেট-কাণ্ডে অভিযুক্ত মানিককে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ যে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, তার মধ্যে ছিল মানিকের বাড়িও।

শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার সিজিও কমপ্লেক্সে মানিককে তলব করা হয়েছিল।