এক নজরে

করোনা প্রাণ নিল নোদাখালির থানার ইন্সপেক্টর ও মন্দির বাজারের বিডিও-র

By admin

October 29, 2020

কলকাতা ব্যুরো: আবার করোনায় প্রাণ কারলো দুই সরকারি আধিকারিকের। দুজনেই দক্ষিণ ২৪ পরগনায় কর্মরত ছিলেন। নোদাখালি থানা ইন্সপেক্টর অনিন্দ্য বসু বুধবার রাতে বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালের মারা যান।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের বিডিও সৈয়দ আহমেদ শুক্রবার সকালে মারা যান এম আর বাঙ্গুর হাসপাতালে। দুই সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া প্রশাসনিক মহলে।

নোদাখালি থানার ইন্সপেক্টর অনিন্দ্য বসু ১২ অক্টোবর থেকে করোনা আক্রান্ত হয়ে কোঠারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বুধবার তার অবস্থা আরো বিপদজনক হওয়ায়, তাকে ফর্টিস হাসপাতালের আনা হয়। কোঠারি থেকে গ্রিন করিডোর এর মাধ্যমে রাতেই তাকে ফর্টিস হাসপাতালের আনার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু তার মিনিট পনেরোর মধ্যেই রাত পৌনে দুটো নাগাদ তিনি মারা যান।

মন্দির বাজারের বিডিও সৈয়দ আহমেদ ২০ অক্টোবর থেকে করোনা আক্রান্ত হয়ে ছিলেন। পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান।